আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
২০৷ অধিকার ও কর্তব্যরূপে কর্ম
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

২০৷ অধিকার ও কর্তব্যরূপে কর্ম

(১) কর্ম হইতেছে কর্মক্ষম প্রত্যেক নাগরিকের পক্ষে অধিকার, কর্তব্য ও সম্মানের বিষয়, এবং “প্রত্যেকের নিকট হইতে যোগ্যতানুসারে ও প্রত্যেককে কর্মানুযায়ী”-এই নীতির ভিত্তিতে প্রত্যেকে স্বীয় কর্মের জন্য পারিশ্রমিক লাভ করিবেন৷

(২) রাষ্ট্র এমন অবস্থাসৃষ্টির চেষ্টা করিবেন, যেখানে সাধারণ নীতি হিসাবে কোন ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করিতে সমর্থ হইবেন না এবং যেখানে বুদ্ধিবৃত্তিমূলক ও কায়িক-সকল প্রকার শ্র্রম সৃষ্টিধর্মী প্রয়াসের ও মানবিক ব্যক্তিত্বের পূর্ণতর অভিব্যক্তিতে পরিণত হইবে৷

(৩) জনপ্রতিনিধিগণ পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়নে সহযোগিতা ও তদারকি করিবেন। পরিকল্পনা প্রণয়নের ফলে রাষ্ট্র বা জনসাধারণ ক্ষতিগ্রস্থ হইলে জনপ্রতিনিধিগণ দায়ী থাকিবেন। বাস্তবায়ন কর্মকর্তা/কর্মচারীকে লিখিত জবাবদিহি চাইতে পারিবেন, তবে কাজে হস্তক্ষেপ করিতে পারিবেন না

(ক) কর্মকর্তা/কর্মচারীর জবাব সন্তোষজনক না হইলে, তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা/কর্মচারীকে ও নিজ ঊর্ধ্বতন জনপ্রতিনিধিকে (উভয়) লিখিত ভাবে অবগত বা অভিযোগ করিতে পারিবেন।

(৪) কর্মকর্তা/কর্মচারীগণ পরিকল্পনা প্রণয়নে সহযোগিতা করিবেন ও অনুমোদিত পরিকল্পনা বাস্তবায়ন করিবেন। বাস্তবায়নে কোনো প্রকার দুর্নীতি-অনিয়ম বা আইন বহির্ভূত বা অনুমোদহীন কাজের জন্য কেবল কর্মকর্তা-কর্মচারীগণ দায়ী থাকিবেন।

(ক) কোনো জনপ্রতিনিধি বাস্তবায়নে হস্তক্ষেপ (তদবির (সুপারিশ), অনুরোধ বা নির্দেশ) করিলে, তাঁর ঊর্ধ্বতন জনপ্রতিনিধি ও নিজ ঊর্ধ্বতন কর্মকর্তাকে (উভয়) লিখিত ভাবে অবহিত না করিয়া থাকিলে গুরুতর অপরাধ হইবে।


০০।  ককককক= নতুন উপধারা বা ধারা, কককককসংযুক্ত[কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"